পুতুল রানী সাহা, (কবিরহাট) নোয়াখালী : নোয়াখালীর কবিরহাট উপজেলা প্রশাসনের এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৮ নভেম্বর শুক্রবার সকালে কবিরহাট পৌরসভা মিলনায়তনে কবিরহাট উপজেলা ও সদরের আংশিক এলাকার ১শ ২ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে মাথাপিছু ৫ হাজার টাকা হারে ওই চেক বিতরন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ সোহেল ইমাম এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান পিপিএম, কবিরহাট উপজেলার নির্বাহী অফিসার হিল্লোল বিশ্বাস, কবিরহাট পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জহিরুল হক রায়হান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার ওবায়দুল হক।
