শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের শরনখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদের দুই ইউপি সদস্যকে ভূয়া জন্ম সনদ দেয়ার অভিযোগে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়। ৬ নভেম্বর বুধবার এ সংক্রান্ত একটি আদেশ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এসে পৌছায়।
জানা যায়, ভুয়া নাম ব্যবহার করে উপজেলার ধানসাগর ইউনিয়নের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম মুন্সী (ইউপি সদস্য) ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বর খাদিজা বেগমের কাছ থেকে ভূয়া জন্ম সনদ নেয় এলাকার হাবিব শরীফ ও তার পুত্র ডালিম শরীফ । ওই ভূয়া সনদ নিয়ে তারা শ্রী শ্রী গোবিন্দ মন্দিরের জমির কাগজপত্র তৈরী করে নিজেদের নামে রেজিষ্ট্রি করে নেয়। এ ব্যাপারে মন্দিরের সভাপতি মৃনাল কান্তি হালদার বাদী হয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে একটি লিখিত অভিযোগ দেন। বিষয়টি তদন্তের পর এলজিআরডি মন্ত্রনালয় শামীম মুন্সী ও খাদিজা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুন উজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত একটি চিঠি তার দপ্তরে পৌঁছেছে।
