বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় হরতাল বিরোধী সমাবেশে যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ২

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৬, ২০১৩ ৭:৫২ অপরাহ্ণ
কলারোয়ায় হরতাল বিরোধী সমাবেশে যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ২

Songhorshoআরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়ায় হরতাল বিরোধী সমাবেশ চলাকালে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই জন গুরতর আহত হয়েছে। ৬ নভেম্বর বুধবার সকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে উপজেলা মোড়ে আ’লীগের হরতাল বিরোধী মিছিলপূর্ব সমাবেশ চলাকালে সমাবেশের অদূরে স্থানীয় উপজেলা যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়ক গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয় গ্রুপের ৩/৪জন সমর্থক আহত হয়। তাদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী নবাব (২৫) ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সম গোলাম সরোয়ারের অবস্থা গুরুতর। তাদেরকে প্রথমে কলারোয়া হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা ও খুলনায় নেয়া হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার রাতে যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়ক গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও পরে মহড়ার রেশ ধরেই বুধবার সকালে এ অনাকাঙ্খিত সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, ওই ঘটনার পরে কলারোয়া পৌরসদরে আ’লীগের উদ্যোগে বিশাল হরতাল বিরোধী মিছিল বের হয়। পরে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম, আ’লীগের ভারপ্রাপ্ত আহবায়ক ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী প্রমুখ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!