শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্পষ্টভাষায় বলে দিতে চাই, সর্বদলীয় কোনো সরকারে বিএনপি অংশগ্রহণ করবে না। সরকারের একতরফা নির্বাচনেও আমরা যাব না। তিনি ৪ নভেম্বর সোমবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই কথা বলেন।
মির্জা ফখরুল সারাদেশে হরতালের প্রথম দিনে ৫ শতাধিক আহত, প্রায় দুই হাজার জন গ্রেপ্তার এবং ৮ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে দাবি করেন। তিনি রাজধানীর বংশালে হরতালে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের ওপর ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন শ্রমিক লীগের হামলার নিন্দা জানান।

দেশকে অচলাবস্থারদিকে ঠেলে দেয়ার জন্য সরকারকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, অহমিকা, গোয়ার্তুমি আর নিষ্ঠুরতায় সরকার হার্ডলাইন নিয়ে দেশকে এক নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, তারা সংলাপের কথা বলে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিচ্ছে। তারা দেশকে অশান্তি ও নৈরাজ্যের পথে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদীর হোসন জসিম, বেলাল আহমেদ প্রমুখ।
