ঠাকুরগাঁও প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। রোববার সকাল ৯ টায় জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে জেল হত্যা দিবসের কর্মসূচি শুরু হয়। এই উপলক্ষ্যে আওয়ামীলীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শহরে র্যালি বের করে। দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করে। বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন,এ্যাড.মকবুল হোসেন বাবু,সাদেক কুরাইশী,অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।
