মোহাম্মদ আরমান মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) : ‘প্রশিক্ষিত যুবশক্তি, উন্নয়নের দৃঢ় ভিত্তি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৩ নভেম্বর রবিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ মো. নওশের আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আমিনুর রহমান, সমাজ সেবা অফিসার মো. আমির হোসেন, পরিসংখ্যান অফিসার গোলাম মোস্তফা। অনুষ্ঠানে কালীগঞ্জের শতাধিক প্রশিক্ষিত স্বাবলম্বী যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
