মনিবুর রহমান চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার শতাধিক মটরসাইকেল নিয়ে একটি বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় নজিপুর সরদার পাড়া মোড়স্থ কার্যালয়ে উপজেলা মহিলা দলের উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জানাগেছে কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ জেলা বিএনপির সভাপতি ৪৭ নওগাঁ-২ এর সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খানের নেতৃত্বে উপজেলা বিএনপির সকল নেতাকর্মীরা নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শতাধিক মটরসাইকেল নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিন করে। পরে পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় নজিপুর সরদার পাড়া মোড়স্থ কার্যালয়ে উপজেলা মহিলা দলের উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনাসভায় সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খানের পত্নী সামিনা পারভীন পলির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ প্রমূখ।