আজম রেহমান, ঠাকুরগাঁও : ঠাকুরগায়ে বিএনপি ও ১৮ দলীয় জোট এর উদ্যোগে ৬০ ঘন্টার হরতালে জোটের নেতা-কর্মীদের হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ২ নভেম্বর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় হতে ১৮ দলীয় জোটের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালযে ফিরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ন সম্পাদক ওবায়দুল¬াহ মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হমিদ, জেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি রাসেদ আলম লাবু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ প্রমুখ।
বক্তারা বলনে, গণতন্ত্র রক্ষায় নর্দিলীয় সরকাররে বকিল্প নইে। জনগণরে অধকিার ছনিয়িে আনতে হলে স্বরৈাচারী সরকাররে হাত থকেে দশেকে রক্ষা করতে হব।ে আর এজন্য নর্দিলীয় নরিপক্ষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জরুর।ি অন্যথায় গণতন্ত্র বপিন্ন হব।
বক্তারা গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর ৬০ ঘন্টার হরতালে দেশব্যাপী হত্যা, গুম, সহিংসতা ও মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকার গঠন করে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
এদিকে জেলা সদর ছাড়াও পাশ্ববর্তী পীরগঞ্জ, বালিয়াডাঙ্গি, রানীশংকৈল ও হরিপুর উপজেলাতেও বিএনপি-জামায়াত জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল স সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ চলাকালে সদর সহ ৫ উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
