বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা রঙিলার মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০১৩ ৮:১১ অপরাহ্ণ

shok 3আবুল কাশেম ,বাসাইল, টাঙ্গাইল  :  বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খান রঙিলা (৬৩) আর নেই। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়  ৩১ অক্টোবার বেলা ২টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে টাঙ্গাইলের বাসাইলে শোকের ছায়া নেমে এসেছে।

Shamol Bangla Ads

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন জানান, দুপুর ১টার দিকে বীর মুক্তিযোদ্ধা রঙিলা বাসাইল থেকে সিএনজি চালিত অটো রিক্সায় টাঙ্গাইল যাচ্ছিলেন। অটো রিক্সাটি বাহাতৈল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটো টেম্পুর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় রঙিলা রাস্তায় পড়ে গেলে অটো টেম্পুটি তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর বেলা দুইটার দিকে তিনি মারা যান।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে মুক্তি যুদ্ধাদের পক্ষে পাক বাহিনীর অবস্থানের খবর আনতেন তিনি। এজন্য একেক সময় একেক রূপ ধারণ করতেন। বহুরূপ ধারণ করার কারণে কাদের সিদ্দিকী তার নাম দেন রঙিলা। তার প্রকৃত নাম হায়দার আলী খান। ছদ্ম নামের কাছে হারিয়ে যায় তার আসল নাম। রঙিলার বাড়ি বাসাইল উপজেলার গিলাবাাড়ি গ্রামে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!