খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে সদরের শাহ মোস্তফা সড়কের লেইকভিউ হাসপাতাল সংলগ্ন রাস্তার পাশে একটি কার্টুনের ভেতর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে কে বা কারা লেইকভিউ হাসপাতাল সংলগ্ন রাস্তার পাশে একটি কার্টুনের ভেতর একটি সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তানের লাশ ফেলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানার এসআই দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
