মৌলভীবাজার সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করতে ৯ নভেম্বর শনিবার মৌলভীবাজারের বড়লেখায় যাচ্ছেন। ওইসকল প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিকেল ৩ টায় বড়লেখা পিসি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখবেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী বড়লেখা, জুড়ী ও কুলাউড়া-শাহাবাজপুর বন্ধ হওয়া (লাতুর ট্রেন) রেললাইন চালুর জন্য ৫শ ৪০ কোটি টাকা ব্যয়ে কাজের উদ্বোধন, বড়লেখা থানার নতুন ভবনের ভিত্তি প্রস্তর, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্স ভবন, মাধবকুন্ড জলপ্রপাত ও দাসেরবাজারের রাস্তার নির্মাণকাজ উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের উদ্বোধন করবেন। বড়লেখা ও জুড়ী -১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহাব উদ্দিন ওই তথ্য নিশ্চিত করেছেন।