ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন বোমা হামলায় নিহত হয়েছেন। ২৮ অক্টোবর সোমবার দুপুরে স্থানীয় দৌলতপুর বাজারে ওই ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন স্থানীয় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
জানা যায়, ১৮ দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিন সোমবার সকালে উপজেলা বিএনপির কর্মসূচিতে অংশ নেয়ার পর নিজ ইউনিয়ন পরিষদে যান আবুল হোসেন। দৌলতপুর বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন তিনি। ওইসময় পথে কয়েকজন সন্ত্রাসী আবুল হোসেনের ওপর বোমা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন ওই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান ওই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন।
