রবিবার , ২৭ অক্টোবর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুনামগঞ্জে জেলা আ’লীগ সেক্রেটারীর বাসায় পেট্রোল বোমা বিষ্ফোরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৭, ২০১৩ ৮:৫৬ অপরাহ্ণ

Sunamganj_District_Map_Bangladesh-37সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক নূরুল হুদা মুকুটের সুনামগঞ্জ শহরের নতুনপাড়ার বাড়িতে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। ২৬ অক্টোবর শনিবার রাতে মোটর সাইকেলে করে দুর্বৃত্তরা বাড়ির সামনে গিয়ে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। নূরুল হুদা মুকুট ওই সময় বাড়িতে ছিলেন না। তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ওই ঘটনার প্রতিবাদে শহরে তাৎক্ষণিক মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের আহবানে রবিবার জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
নুরুল হুদা মুকুটের মা সুফিয়া নূর জানান, সন্ধ্যা ৭টায় মোটর সাইকেলে ৩ যুবক গিয়ে মুকুট বাসায় রয়েছেন কি-না খবর নেয়। ৩ যুবকই অপরিচিত, পরিচয় জিজ্ঞেস করলে এড়িয়ে যায় তারা। বাড়ীতে ওইসময় মুকুটের দুই ভাই বদরুল হুদা মুকুল ও বজলুল হুদা বকুল এবং প্রবাসী বোন কাকলী ও তাদের সন্তানরা ছিলেন। রাত ৯টায় আবার বাড়ির প্রধান ফটকের সামনে মোটর সাইকেলের শব্দ শুনা যায় এবং বাসার ভেতরে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটে। এ ব্যাপারে  নুরুল হুদা মুকুটের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, ‘মুজিব সৈনিকদের আতংকিত করার জন্য এমন অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, তাদের এমন আক্রমণের দাঁতভাঙা জবাব দেবে দেশের মানুষ’।
পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন বলেন বোতলের ভেতরে ওই বোমাটি তৈরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে হরতাল আহ্বানকারীরা ওই ঘটনা ঘটিয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!