খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় লাইট্রেস-সিএনজি মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত ও আহত হয়েছেন ৩ জন। ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় রাজনগর উপজেলার এশিয়া মহাসড়কের ময়নার দোকানে সামনে ওই ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন রাজনগর উপজেলার একামুদু গ্রামের পাভেল মিয়া (২৫) ও একই উপজেলার হংসখোলা গ্রামের বিশ্বজিত (২৮)। আহতের তাৎক্ষণিকভাবে নাম ও পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, লাইট্রেসটি রাজনগর শহরে যাওয়ার পথে পথিমধ্যে ময়নার দোকান এলাকায় ফেঞ্চুগঞ্জ গামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আহতদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।