আরিফ মাহমুদ, কলারোয়া (সাতীরা) : কলারোয়ার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ.শিা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শনিবার রাতে তিনি কলারোয়া পৌর এলাকার হরিতলা, যুগিবাড়ি, পালপাড়া, তুলশীডাঙ্গা ঘোষপাড়া সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্য রইচউদ্দীন, শেখ তামিম আজাদ মেরিন, চেয়ারম্যান শহীদুল ইসলাম, মোস্তফা বাকি বিল্যাহ শাহী, মনিরুজ্জামান, জাবিদ রায়হান লাকী, আরিফুর রহমান রনজু, প্রভাষক সালাউদ্দীন পারভেজ, চন্দন, মোজাফ্ফার প্রমুখ।
