মনিবুর রহমান চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় প্রতারণার অভিযোগে ২ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ সেপ্টেম্বর শনিবার তাদের আটক করা হয়। এরা হচ্ছে নজিপুর হরিরামপুর গ্রামের মৃত খোকা মিস্ত্রীর মেয়ে বুলবুলি ওরফে বুলি (২৬) ও তার ভাবী ময়না বেগম (৩৫)।

জানা গেছে, উপজেলা সদর নজিপুর হরিরামপুর গ্রামের মৃত খোকা মিস্ত্রীর মেয়ে বুলবুলি ওরফে বুলি (২৬) ছদ্ম নাম রত্নার সাথে প্রায় ৩ মাস পূর্বে মোবাইল ফোনে সান্তাহার চালবাজার এলাকার ইসমাইল হোসেনের পুত্র পোনা মাছ ব্যবসায়ী শরিফুল ইসলামের সাথে পরিচয় হয়। ওই পরিচয়ের সুবাদে বুলি (রত্না) শরিফুলের কাছ থেকে এক হাজার টাকা চেয়ে নেয় এবং সেই টাকা দেয়ার নাম করে ২১ সেপ্টেম্বর শনিবার রাতে বুলি (রত্না) শরিফুলকে তার বাড়ি নজিপুরে ডেকে পাঠায়। শরিফুল তার টাকা বুলি (রত্না)র কাছ থেকে নিতে গেলে তাকে বাড়িতে ঢুকিয়ে বুলি (রত্না)র ভাবি ময়না (৩৫) সহ আরো দুজন সহযোগী শরিফুলকে জড়িয়ে ধরে আপত্তিকর কিছু ছবি তুলে শরিফুলকে বিভিন্ন ভাবে হুমকি দেয়। ওইসময় শরিফুলের কাছে থাকা নগদ ৪ হাজার ৭শ টাকা ছিনিয়ে নেয় এবং ৬ লক্ষ টাকা দাবি করে। শরিফুল ওই টাকা দিতে না পারায় তার কাছে থাকা টিভিএস এ্যাপাচি ১৫০ সিসির একটি মটরসাইকেল তারা ছিনিয়ে নেয় এবং একটি সাদা স্ট্যাম্পে সই করে নেয়।
ওই ঘটনায় শরিফুল ইসলাম পত্নীতলা থানায় ২৭ সেপ্টম্বর শুক্রবার একটি অভিযোগ দায়ের করলে পত্নীতলা থানা পুলিশ শনিবার বুলবুলি ওরফে বুলি (রত্না)র বাড়ি থেকে বুলিসহ ময়নাকে আটক করে ওইসময় তাদের সহযোগী দুজন পালিয়ে যায়।
এলাকাবাসীসূত্রে জানা গেছে, বুলি দীর্ঘদিন যাবত বগুড়ায় থেকে এই প্রতারনা চক্র চালিয়ে আসছিল। সে গত ৩ মাস পূর্বে নজিপুরে আসে এবং ওই চক্র তৈরী করে সেখানে দেহ ব্যবসাসহ মাদক ব্যবসা করে মানুষকে বিভিন্নভাবে প্রতারনার জালে আটকিয়ে ব্যবসা করছে।
