শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা গ্রীনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সম্মেলনের মাধ্যমে বিএনপি গঠন করেন। প্রতিষ্ঠার পর থেকে ধাপে ধাপে দলটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। বর্তমানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। এছাড়া এ দলের নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া ৩ বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। কর্মসূচী অনুযায়ী আজ ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং একইভাবে দেশব্যাপী জেলা উপজেলাসহ সকল ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাত করবেন।
এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশে-বিদেশে অবস্থানরত দলের সকল সদস্য, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বাণী দিয়েছেন।
