স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেল থেকে রাত অবধি ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক। জেলা শহরের চকবাজারস্থ তার কার্যালয়ে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মসজিদ খোকন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম আধার, শহর আওয়ামী লীগের সভাপতি এড. আবুল কাশেম জিপি প্রমুখ।
এদিকে ঈদের দিন সন্ধ্যা থেকে রাত অবধি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান। এসময় তার সাথে ছিলেন এড. রফিকুল ইসলাম আধার।
