ইংল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণের ক্রিকেটে নেই দ্বি-পাক্ষিক সিরিজ জয়ের উৎসব। সেই আক্ষেপ অবসানের আবহ এখন মিরপুরে। ইতোমধ্যে ইংলিশদের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। আজ জিতলেই লেখা হবে নতুন ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো সংস্করণের ক্রিকেটে প্রথম সিরিজ জয়ের উৎসব করবে বাংলাদেশ।
গতকাল দলের প্রতিনিধি হয়ে পেসার হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে শুনিয়েছেন আশার কথা। আজ সিরিজ জিতে ইতিহাস গড়তে চান তারা। হাসান মাহমুদের মতে, বাংলাদেশের সেরা দল এটি, ‘এ মুহূর্তে আমাদের টি২০ দলে অন্যতম সেরা খেলোয়াড়দের আমি দেখছি। খুবই উজ্জীবিত সবাই, মাঠে খুবই এফোর্ট দেয় শেষ পর্যন্ত। এটা যদি আমরা ধরে রাখতে পারি, এই ব্যাচটাকে এগিয়ে নিতে পারি, তাহলে আমি মনে করি টি২০ হোক বা ওয়ানডে, যে কোনো ফরম্যাটে আমরা এগিয়ে থাকব সবার থেকে।’
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। মিরপুরেও আজ ৩ পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী দ্বিতীয় টি২০ ম্যাচে ১১ জন অপরিবর্তিত থাকতে পারে। দল সূত্রে জানা গেছে, মিরপুরের পিচও স্লো এবং লো হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।