ads

বৃহস্পতিবার , ৩১ জানুয়ারি ২০১৯ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধে কৃষক খুন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩১, ২০১৯ ৪:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় উজ্জল মিয়া (৪৫) নামে এক কৃষক খুন হয়েছে। ৩১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত উজ্জল স্থানীয় আবু বকরের ছেলে। এদিকে ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে। এরা হচ্ছে স্থানীয় রইছউদ্দিনের ছেলে ছামিদুল, মেয়ে রহিমা, ছামিদুলের স্ত্রী মোর্শেদা ও আত্মীয় বাচ্চু মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অর্ধ একর জমি নিয়ে দীর্ঘদিন যাবত যোগিনীমুরা নামাপাড়া গ্রামের আবু বকরের সঙ্গে রইছউদ্দিন মুন্সির বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে রইছউদ্দিন ও তার সহযোগীরা বিরোধপূর্ণ ওই জমিতে বোরো ধান আবাদ করতে গেলে আবু বকরের ছেলে উজ্জল মিয়া তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রইছউদ্দিন ও তার লোকজনের হামলায় উজ্জল গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় উজ্জলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!