ads

বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০১৫ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইন্টারনেট বন্ধের কারণ ভুল সুইচ টেপা!

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৯, ২০১৫ ১০:১১ পূর্বাহ্ণ

netশ্যামলবাংলা ডেস্ক : বিটিআরসির সচিব সরওয়ার আলম জানিয়েছেন, ইন্টারনেট বন্ধে আমাদের কোনো নির্দেশনা ছিল না। ভাইবার, হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার বন্ধের ইমিডিয়েট নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে ওই সমস্যা হয়েছিল। এটা টেকনিক্যাল প্রবলেম। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায়ের পর নাশকতারোধে ইমিডিয়েট ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ম্যাসেঞ্জার ও ভাইবার সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। নির্দেশ বাস্তবায়নের সময়ই নির্দেশপালকারীরা ইন্টারনেট সেবাই বন্ধ করে দেয় বলে বিটিআরসি’র একটি সূত্র জানিয়েছে।
সরওয়ার আলম জানান, ধরুন, কোনো কক্ষে সুইচ থেকে আগুন লাগল। পরে সুইচ বন্ধের নির্দেশ দেওয়া হলো। কিন্তু যাকে নির্দেশ দেওয়া হলো, তিনি পুরো বৈদ্যুতিক সংযোগই বন্ধ করে দিলেন। বিষয়টি এমন ছিল। এখন সমাধান হয়ে গেছে। বাংলাদেশে এখন ইন্টারনেট সেবা চালু থাকলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোয়াটসঅ্যাপ ও ভাইবার বন্ধ থাকবে বলে বিটিআরসির জানিয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুধবার রায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিটিআরসি এই নির্দেশ জারি করে।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রায় দেড় ঘণ্টা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল বাংলাদেশ। দুপুর সোয়া ১টা থেকে আড়াইটা পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি।

Need Ads
error: কপি হবে না!