শ্যামলবাংলা ডেস্ক : মানবদেহে ডিএনএ তথ্য সংরক্ষণে জীবন্ত কোষের ভূমিকা নিয়ে গবেষণা করে চলতি বছর রসায়নে নোবেল পদক পেয়েছেন তিন বিজ্ঞানী। এরা হলেন, সুইডেনের থমাস লিন্ডাল, যুক্তরাষ্ট্রের পল মডরিখ ও তুরস্কের আজিজ সানচার। বুধবার তাদের নাম ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। খবর গার্ডিয়ান ও রয়টার্সের।
একাডেমির বিবৃতিতে বলা হয়, মানবদেহের জীবন্ত কোষ কিভাবে ক্ষতিগ্রস্ত ডিএনএ সারিয়ে তোলে তা নিয়ে গবেষণা করেছেন এই তিন বিজ্ঞানী। ক্যান্সার চিকিৎসায় পথ দেখাতে পারে তাদের এ গবেষণা সাফল্য। তাদের অর্জন সম্পর্কে বলা হয়, মানুষের ডিএনএর অংশ বা জিন নকশা তার বৈশিষ্ট্য নির্ধারণ করে, যা শত শত কিংবা হাজার বছর ধরে বংশ পরম্পরায় অব্যাহত থাকে। চারপাশের পরিবেশগত পরিবর্তন ওই জিনের ওপর নানাভাবে প্রভাব ফেলার চেষ্টা করলেও তা অটুট থাকে। দেহকোষ কিভাবে ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামত করে সারিয়ে তোলে এবং বংশগতির তথ্য রক্ষা করে, তা ব্যাখ্যা করেছেন এবারে নোবেল বিজয়ী তিন বিজ্ঞানী। তারা পুরস্কার হিসাবে পাবেন ৮০ লাখ সুইডিশ ক্রোনার। আগামী ১০ ডিসেম্বর তাদের হাতে নোবেল পদক দেয়া হবে।
তুরস্কে জন্মগ্রহণকারী মার্কিন বিজ্ঞানী আজিজ সানচার অধ্যাপনা করছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে। পল মডরিখ কাজ করছেন একই দেশের ডিউক বিশ্ববিদ্যালয়ে। আর সুইডেনের নাগরিক থমাস লিন্ডাল গবেষণা করছেন যুক্তরাজ্যের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউট অ্যান্ড ক্লেয়ার হল ল্যাবরেটরিতে। ২০১৪ সালেও যৌথভাবে তিন বিজ্ঞানী রসায়নে নোবেল পদক পান। এরা হলেন, এরিক বেটজিস, স্টেফান ডব্লিউ. হেল ও উইলিয়াম ই. মোয়েনার। ফ্লুরোসেন্স অনুবীক্ষণ যন্ত্রের উন্নয়নে ভূমিকা রাখায় তারা এ পদকে ভূষিত হন।




