স্টাফ রিপোর্টার : শেরপুরে আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের জন্য মানুষের ঢল নামে। হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা পরিষদ প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র পুষ্পস্তবক অর্পন করেন।

এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভকক্ষ, উদীচী, মহিলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ র্যালি সহকারে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে হাজির হয়ে পূস্পার্ঘ অর্পন করে।
এদিকে, দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের কুজকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সংবর্ধনা, প্রীতি খেলাধুলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
