স্টাফ রিপোর্টার : শেরপুরে এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। ২ এপ্রিল বুধবার রাতে পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে আনিসুর রহমান, কল্যাণ কুমার রায় ও আসাদুজ্জামান। ৩ জনেরই শহরে ফটোকপির দোকান রয়েছে।

জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর শহরের ডিসি অফিসের গেট, কলেজ রোড ও গৌরীপুর বাস টার্মিনালের তিনটি ফটোকপির দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই সময় তাদের কাছে বাংলা প্রথমপত্র পরীক্ষার ‘ক’ সেটের প্রশ্নপত্রের বেশ কিছু ফটোকপি উদ্ধার করা হয়। ওইসব প্রশ্নপত্রের ফটোকপি প্রশ্নের উত্তরসহ প্রতিটি ৭শ টাকা থেকে ৮শ টাকায় বিক্রি হচ্ছিল। প্রশ্নপত্রের ক্রেতা হিসেবে ৪ জন পরীক্ষার্থীকে আটক করলেও পরে অভিভাবকদের কাছে তাদের হস্তান্তর করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
উলেখ্য, বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে সারা দেশে এক যোগে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

