হাজারো কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় ৪৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১ মিঃ ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি সূচনা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিএনপি ও অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, প্রেসক্লাব রাজারহাট, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এনজিওসহ বিভিন্ন সামাজিক সংগঠন সমূহের পুষ্পমাল্য অর্পন করা হয়। সকালে এম আই ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজারহাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় এম, আই ডিগ্রী কলেজ মাঠে হাজারো মানুষের অংশ গ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং একই সময় সোনালী ব্যাংক চত্বরে সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পী’র নেতৃত্বে শত শত মানুষ জাতীয় সঙ্গীতে অংশ নেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজব আলীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা প্রকৌশলী জি,কে,এম আনোয়ারুল আলম, অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারি পারভীন, উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায়, অধ্যক্ষ সাইদুর রহমান সরকার প্রমূখ। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিবসটি উদ্যাপনে ব্যাপক কর্মসূচী পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
