শ্যামলবাংলা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হল উদ্ধারে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৩ ফেব্রুয়ারী রবিবার ওই সংর্ঘেষর ঘটনা ঘটে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক, সাংবাদিক এবং পুলিশসহ অন্তত ৩শ জন আহত হয়েছে। তাদেরকে সুমনা হসপিটাল, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, স্বতন্ত্র সাংসদ হাজি সেলিমের দখলে থাকা জবির তিব্বত হলসহ আরও ১০টি হল উদ্ধারের দাবি চলমান আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন আন্দোলনকারীরা। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় ও নয়াবাজার মোড় সড়ক অবোরধ করে বিক্ষোভ শুরু করে। এসময় সদরঘাট-গুলিস্তান-যাত্রাবাড়ী সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ১০ টার দিকে হাজারও শিক্ষার্থী পুরান ঢাকার ইসলামপুরে হাজি সেলিমের দখলে থাকা তিব্বত হল উদ্ধারে রওয়ানা হয়। পথে বাংলাবাজার মোড়ে পুলিশ শিক্ষার্থীদের বাধা দিলে তা উপেক্ষা করেই মিছিল নিয়ে তিব্বত হল অভিমুখে যাত্রা করে শিক্ষার্থীরা। এরপর পাটুয়াটুলী ও ইসলামপুর মোড়ে দ্বিতীয় দফায় পুলিশ তাদের বাধা দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। বেলা ১১টার দিকে আচমকা পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এসময় সংঘর্ষে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানসহ শতাধিক শিক্ষার্থী ও সাংবাদিকরা আহত হন।
পরে শিক্ষার্থীরা নিরাপত্তার জন্য ক্যাম্পাসে অবস্থান নিলে ক্যাম্পাসের ভেতরেও টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এসময় ক্যাম্পাসে থাকা অসংখ্যা শিক্ষার্থী টিয়ারশেলে আহত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তাই তাদের বাধা দেওয়া হচ্ছে না। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা যদি হল দখলে যায় তবে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ বাধবে। জানমাল রক্ষার্থে তাদের বাধা দেওয়া হচ্ছে।
উলেখ্য, রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হলটি দীর্ঘদিন ধরে দখলে রেখে সেখানে মার্কেট গড়ে তোলায় স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিমের বিরুদ্ধে১২ ফেব্রুয়ারি থেকে ছাত্রলীগের নেতৃত্বে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তিব্বত হলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া আরও ১০টি হল উদ্ধারেরও দাবি জানায়।