রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ থানা পুলিশ শনিবার দুপুরে ছাত্র শিবির সন্দেহে উপজেলার দরবেশপুর ইউপির মধ্য দরবেশপুর গ্রামের জমাদ্দার বাড়ীর মোঃ শাহজাহানের ছেলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের স্থানীয় ওয়ার্ড কমিটির অর্থ সম্পাদক মোঃ রায়হান (২১),লামচর ইউপির আবুল খায়ের ভুইয়া বাড়ির মোঃ হারুন অর রশিদের ছেলে স্থানীয় বিএনপির নেতা টিপু সুলতান ভুইয়ার ভাই, কামাল হোসেন (২৫) কে লামচর বাজারের একটি দোকান থেকে বিগত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা সহিংসতা সাথে জড়িত ও শিবির কর্মী সন্দেহে অপর দিকে পৌর সভার সাতার পাড়া ব্যাপারী বাড়ী থেকে আবুল খায়েরের ছেলে মোঃ আলী প্রকাশ বাবা আলীকে অজ্ঞাত কারনে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আটকিত ৩ জনের পরিচয় ও আটকের কারন জানতে চাহিলে থানা কতৃপর্ক্ষ তা বলতে অপরাগতা প্রকাশ করেন । সন্ধ্যার পর আটককৃতদের ছাড়িয়ে নিতে বেশ কয়েকজন দালালদেরকে থানা ভিতরে ও বাহিরে তদ্বির করতে দেখা গেছে।