ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০১৪ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে গণমানুষের ঢল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০১৪ ২:৪৯ অপরাহ্ণ

Gafargaon Piগফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ের জব্বার নগর তথা পাঁচুয়াতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে স্থাপিত উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে প্রথম প্রহরে হাজারো গণমানুষের ঢল নামে। বৃদ্ধ থেকে শুরু করে শিশুসহ সকল শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা-ভালবাসায় পুস্পাঞ্জলিতে ভরে গিয়েছিল শহীদ জব্বারের বাড়িতে স্থাপিত কেন্দ্রিয় শহীদ মিনার।
বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদ আব্দুল জব্বারের বাড়ি উপজেলার পাঁচুয়া গ্রামে। ২০০৭ সালের ২৫ মার্চ  ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে তার গ্রামের নাম (জম্মস্থান) পাচুঁয়ার পরিবর্তে জব্বার নগর করার সিন্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু বিষয়টি গেজেট আকারে এখনো প্রকাশ হয়নি। দিগন্ত ছোঁয়া ফসলের মাঠ আর শীতল ছায়ায় ঘেরা এ গ্রামে প্রতিবার ২১ আশে শোক আর অহঙ্কারের আমেজে। এবার তার ভিন্নতা মেলেনি। শিশির ভেজা মেঠোপথ, সদ্য রোপন করা ধান ক্ষেতের সরু আল ভেঙ্গে ভোর হতেই বাঁধভাঙ্গা জোয়ারের মতো আসতে থাকে কচিমুখ শিশু, বৃদ্ধ, কৃষক, দিন মজুর। অমর ২১ উদযাপনের লক্ষে প্রভাত ফেরিতে অংশ নেন মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তারা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা।
রাত ১২টা এক মিনিটে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করেন স্থানীয় এমপি গিয়াস ফাহমি গোলন্দাজ বাবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, সাহিত্য সাংস্কৃতি সংগঠনসমূহ এবং সর্বস্তরের হাজারো জনতা পুস্পার্ঘ অর্পন করেন। গত শুক্রবার সকালে প্রভাতফেরী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জব্বারনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এসএম মমতাজ উদ্দিন, ভাষা শহীদ আব্দুল জব্বারের ছেলে নূরুল ইসলাম বাদল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আলাল আহমেদ, আমির হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা তরিকুল ইসলাম রিয়েল, ভাষা শহীদ আব্দুল জব্বার ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতান আহমেদ প্রমুখ। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!