ইয়ানুর রহমান, যশোর : উৎসব মুখোর পরিবেশের মধ্যদিয়ে শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচরনা ও গণসংযোগ এখন তুঙ্গে। আগামী উপজেলা নির্বাচন উপলক্ষে তৃনমূল আওয়ামীলীগের মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু (মাটর সাইকেল প্রতিক) ও মহিলা ভাইস চেয়ারম্যানর প্রার্থী আলেয়া ফেরদৌস (কলস প্রতিক) ভোটারদের দারে-দারে গত কয়েকদিন ধরে যাচ্ছেন।
এর ধারাবাহিকতা বজায় রেখে গত বুধবার সারাদিন ব্যাপি শার্শার লক্ষনপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে ভোটারদের মতবিনিময় করেন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আলেয়া ফেরদৌস সকালে লক্ষনপুর বাজারে পৌছালে ৭শতাধিক নারী ভোটাররা তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান এবং নারী ভোটাররা সময় নষ্ট না করে ভোট দেয়ার প্রতিশ্র“তি দেয়।
এছাড়া লক্ষনপুর ইউনিয়নের ছোট মান্দারতলা, বেদেপুকুর, দুর্গাপুর, বাহাদুরপুর বাজার, রামচন্দ্রপুর, শিকারপুর সহ আরো কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। এসময় লক্ষনপুর বাজারে এক পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, সাবেক যুগ্ন সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, অধ্যাপক হাসানুজ্জামান লাল, অধ্যাপক সহিদুল ইসলাম, মাওলানা আব্দুল ওহাব, লক্ষনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ হানেফ আলী, সাধারণ সম্পাদক চেয়ারম্যান কামাল হোসেন, সাবেক সভাপতি গোলাম মোস্তফা। আরো উপস্থিত ছিলেন লক্ষনপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা উলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা আল-আমিন, যুবলীগ নেতা হাসানুর রহমান, ইউপি সদস্য মনিরুজ্জামান মনু সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও উলামালীগ নেতৃবৃন্দ।#
শার্শায় নছিমন করিমন আলমসাধু দমনে পুলিশের ব্যাপক ধরপাকড়
হাইকোটের নির্দেষ অনুযায়ী সারা দেশের সাথে শার্শা থানা পুলিশ নছিমন করিমন আলমসাধু দমনে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। এ ধরপাকড়ের ধারাবাহিকতা বজায় রেখে শার্শা থানা পুলিশের ওসি আহমেদ কবির প্রতিদিন ১৫ থেকে ২০টি নছিমন করিমন আলমসাধু আটক করছে।
থানা পুলিশের একটি সূত্র জানায়, বুধবার সারাদিন অভিযান চালিয়ে যশোর-বেনাপোল সড়ক ও নাভারণ-সাতক্ষীরা সড়ক হতে ২০টি নছিমন করিমন আলমসাধু আটক করে।
তবে স্থানীয়রা জানায়, পুলিশের ধরপাকড় অভিযান চললেও ফাঁক-ফোকর বুঝে নছিমন করিমন আলমসাধু চালকরা ঠিকিই হাইওয়ে সড়কে নছিমন করিমন আলমসাধু চালাচ্ছে।