কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউ.সি.সি.এ) লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় কালীগঞ্জ উপজেলা ইউ.সি.সি.এ লিমিটেডের সভা কক্ষে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইউ.সি.সি.এ লিঃ কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আরিফ হোসেন খাঁন রয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নাছিমা খাতুন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও ইউ.সি.সি.এর সচিব লুৎফুন নাহার লতা। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- ইউসিবিএল ব্যাংক কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক আওলাদ হোসেন, সমিতির পরিচালক মো. শুক্কুর আলী, মোশারফ হোসেন প্রমূখ। সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।