টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসষ্ট্যান্ডে রবিবার সন্ধার দিকে ৮৩ কেজি গাজা সহ একটি প্রাইভেটকার আটক করেছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ সার্জেন কামরুজ্জামান রাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল¬া থেকে গাজা ভর্তি একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্্েরা-খ-১১-৮৮১৯ বঙ্গবন্ধ সেতুর দিকে আসছিল। ওই গাড়ীটি আটক করার জন্য পূর্ব প্রস্তুতি ছিলো। গাড়ীটি এলেঙ্গা এসে পৌছলে সিগ্যনাল দিলে গাড়ীটি রেখে চালক পালিয়ে যায়। পরে গাড়ীটি ফাড়িতে নেওয়ার পর পিছনের তালা খুলে ৮৩কেজি গাজা পাওয়া যায়। কাগজ পত্র দেখে জানাযায়, কুমিল¬া জেলার বুড়িচং উপজেলা উত্তর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বাবুল মিয়া(৫৫) চালক একই এলাকার মোহন মিয়ার ছেলে রাজু মিয়া।