কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : জেলার কলমাকান্দা সদরে উপজেলা পলী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সেবা মাস ২০১৪ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে পিডিবিএফ এর উদ্যোগে বিশাল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মৃণাল কান্তি তালুকদার। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, অরুন চন্দ্র চন্দ, সিনিয়র সহকারী পরিচালক, রুপু তালুকদার, সহকারী পরিচালক, উপজেলা কৃষি অফিসার বিজয় কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফ.এম ওয়াজেদ আলী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খোরশিদ দেলোয়ার, বিশিষ্ট সমবায়ী রাজনীতিবিদ ইদ্রিস আলী তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, সাংবাদিক ফখরুল আলম খসরু, মোঃ জাফর উলাহ, ইসমাইল হোসেন সিরাজী ও আব্দুর রশিদ আকন্দ প্রমুখ।