আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় সংঘবদ্ধ মুখোশধারীরা একই পরিবারের ৩জনকে অজ্ঞান করে নগদ অর্থ, স্বর্নালংকার ও মূল্যবান মালামাল লুটে নিয়েছে। অজ্ঞান অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার ছোট বাশাইল গ্রামের খালেক বেপারীর ছেলে ঢাকার মিরপুরের পোল্ট্রি ব্যবসায়ী হুমায়ুন কবির প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরে। সুযোগে পূর্বে থেকে ওৎ পেতে থাকা সংঘবদ্ধ মুখোশধারীরা বাহির থেকে কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে গৃহকর্তা হুমায়ুনসহ পরিবার সদস্যদের নাকে ক্লোরফর্ম প্রয়োগ করে। পরিবার সদস্যরা অজ্ঞান হলে পূর্বে থেকে জানা মিটসেফের দরজা ভেঙ্গে চাবি নিয়ে ষ্টিলের আলমিরা খুলে নগদ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকারসহ ঘরের মূল্যবান মালামাল লুটে নেয়। গৃহকর্তার ৭ বছরের ছোট মেয়ে রিয়া সমস্ত ঘটনা দেখলেও ডাকাতদের মেরে ফেলার ভয়ে ঘটনার সময় চুপসে থাকে। গতকাল শনিবার সকালে বাড়ির অন্য লোকজনের সহায়তায় অজ্ঞান অবস্থায় গৃহকর্তা হুমায়ুন কবির (৪০), তার স্ত্রী সালমা বেগম (৩৫), ছেলে হৃদয়কে (১৩) উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করে। ঘটনা শুনে এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।