আজহারুল হক, গফরগাঁওঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে মাত্র ৫’শ টাকার জন্য এক দরিদ্র কৃষকের দুটি ষাড় গরু নিয়ে গেছে এক দাদন ব্যবসায়ী। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামে।
জানা যায়, কিছু দিন পূর্বে চরকামারিয়া গ্রামের শহর আলীর ছেলে রসুলের কাছ থেকে একই গ্রামের মোশারফ হোসেন ৫ হাজার টাকা দাদন নেন। পরে ওই টাকা বেড়ে দাড়ায় সাড়ে ১২ হাজার টাকা। সম্প্রতি মোশারফ দাদন ব্যবসায়ী রসুলকে ১২ হাজার টাকা পরিশোধ করেন। আবারো ৫’শ টাকা দিতে চাপ দিলে মোশারফ পরে দিবেন বলে জানালে ক্ষিপ্ত হয়ে গতকাল সকালে দাদন ব্যবসায়ী লোকবল নিয়ে মোশারফের দুটি ষাড় গরু নিয়ে যায়।
দাদন ব্যবসায়ী রসুলের মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি আছাবুর রহমান জানান, সত্যতা যাচাইয়ের জন্য উপ-পরিদর্শক ওয়াহিদুজ্জামানকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
গফরগাঁওয়ে হোসেন আলী ও জাহেদা খাতুন কল্যাণ ষ্ট্রাষ্টের আয়োজনে এক হাজার শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
গফরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃহস্পতিবার হাজারো শিক্ষার্থীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, উপজেলার লামকাইন হোসেন আলী ও জাহেদা খাতুন ষ্ট্রাষ্টের আয়োজনে গ্লুকোমা রিচার্জ ও চক্ষু হাসপাতালের পরিচালনায় স্কুল সাইট টেষ্টিং প্রোগ্রামে হাজারো ছাত্র-ছাত্রীর চিকিৎসা দেওয়া হয়। গতকাল সকালে লামকাইন কে.এ বালিকা উচ্চ বিদ্যালয়ে ও দুপুরে লামকাইন উচ্চ বিদ্যালয়ে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন ডঃ লতফুর রাহমান। পরে এ দুই বিদ্যালয়ের এক হাজার ছাত্র-ছাত্রীর দৃষ্টি পরীক্ষাসহ গ্লুকোমা ও অন্যান্য চক্ষু রোগের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এতে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, বুয়েট অধ্যাপক ডঃ তাওমিদ মালিক আল হুসাইনী, সাইফুর রহমান প্রবাল, তৌফিক জাহেদুর রহমান, মাহতাব উদ্দিন আল মোমেন সরকার, আঞ্জুমানে সারোয়ার প্রমুখ।
গফরগাঁওয়ে মেধা ভিত্তিক ২৩ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও নবীণ বরণ অনুষ্ঠিত
গফরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃহস্পতিবার শিক্ষার গুনগত মান উন্নয়নে লামকাইন উচ্চ বিদ্যালয়ের ২৩ শিক্ষার্থীর মাঝে মেধা ভিত্তিক বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নবীণ বরণ, শিক্ষক, অভিভাবকদের মত বিনময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ ডঃ লতফুর রাহমান। প্রধান অতিথি ছিলেন বুয়েট অধ্যাপক ডঃ তাওমিদ মালিক আল হুসাইনী, সাইফুর রহমান প্রবাল, তৌফিক জাহেদুর রহমান, মাহতাব উদ্দিন আল মোমেন সরকার, আঞ্জুমানে সারোয়ার, প্রধান শিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ।