ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৪ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আলমডাঙ্গায় রোলারের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০১৪ ৬:৫৩ অপরাহ্ণ
আলমডাঙ্গায় রোলারের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গড়গড়িয়ায় পশ্চিমপাড়ায় রোলারের চাকায় পিষ্ট হয়ে সম্রট (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে আলমডাঙ্গা উপজেলার গড়গড়িয়া গ্রামের হাসান মল্লিকের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গড়গড়িয়া পশ্চিমপাড়ায় পাকা রাস্তায় রোলারের কাজ চলছিল। এসময় শিশু সম্রাট খেলতে খেলতে রাস্তার উপর উঠে পড়লে রোলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গায় ৬ জামায়াত নেতা-কর্মী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে জামায়াতের ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় আটককৃতদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
বুধবার  রাত ১১ টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত অভিযান চালায়।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জগন্নাথপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে নতিপোতা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা (৩৫), কাদিপুর গ্রামের ইলিয়াস মন্ডলের ছেলে হাউলী ইউনিয়ন প্রচার সম্পাদক সাদ আহম্মেদ (৩২), সড়াবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে জামায়াত কর্মী হাফিজুর রহমান (৩৪), ইব্রাহিমপুর গ্রামের জবেদ আলীর ছেলে কাউসার (৩০), ফকির পাড়া গ্রামের মৃত ইয়াসিন মন্ডলের ছেলে রেজাউল (৩৫) ও জয়রামপুর গ্রামের মোক্তার আলীর ছেলে শফিউর রহমান (৪০) কে গ্রেফতার করে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হাসান জানান, গ্রেফতারকৃতদের নামে দামুড়হুদা থানায় মামলা রয়েছে।

চুয়াডাঙ্গায় ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ ১জন আটক

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা-জীবননগর বিজিবি অভিযান চালিয়ে ৩৭২ বোতল ফেনসিডিল, ১৭০ লিটার ভারতীয় মদসহ আশরাফ উদ্দীন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্যান্ট কর্ণেল এসএম মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জীবননগর বিশেষ ক্যাম্পের ইনচার্জ মিন্টু সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে অভিযান চালিয়ে আশরাফ উদ্দীনকে ১৭০ লিটার ভারতীয় মদসহ আটক করে। এছাড়া, ভোর সাড়ে ৫টায় দামুড়হুদা উপজেলার সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে নাস্তিপুর সীমান্তের একটি ভুট্টাক্ষেতে ওঁৎ পেতে ছিল। এ সময় ৪-৫ জন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করলে তারা চারটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ৩৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!