স্টাফ রিপোর্টার : বিসিবি’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেরপুরে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ১১ ফেব্রæয়ারী মঙ্গলবারের খেলায় উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয় ৪ উইকেটে সরকারী ভিক্টোরিয়া একাডেমীকে পরাজিত করেছে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সকালে টস জিতে সরকারী ভিক্টোরিয়া একাডেমী ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে। নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৪২ ওভারে মাত্র ৯৬ রানে ভিক্টোরিয়া একাডেমী অলআউট হয়। উত্তরার বোলার রাকিব ২৪ রানে ৫ উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে উত্তরা হাই স্কুল ২৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৭ রান করে জয়ী হয়। সরকারী ভিক্টোরিয়া একাডেমীর বোলার সাদ হোসেন হ্যাট্রিকসহ ৯ রানে ৪ উইকেট নেয়।
সংক্ষিপ্ত স্কোর : সরকারী ভিক্টোরিয়া একাডেমী-৯৬/১০, ৪২ ওভার (শামীম ২২, সাকিব ১৪, অতি: ২১, রাকিব ৫/২৪)। উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয় -৯৭/৬, ২৭.৫ ওভার (রাসেল ৩৯, রাকিব ১৭, অতি: ২০, সাদ ৪/৯)। ফলাফল : উত্তরা হাই স্কুল ৪ উইকেটে জয়ী।