বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলাবাসীর জন্য আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে নতুন চমক হিসেবে সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ছাত্রলীগ নেতা গেলাম কিবরিয়া।
জানা গেছে, বাবুগঞ্জে কৃতি সন্তান,সাবেক সচিব সিরাজ উদ্দিন আহম্মেদ’র ভাগ্নে ,বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজ গভনিং বডির সদস্য গেলাম কিবরিয়া আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার সম্ভাব্য ভাইস – চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে তার প্রার্থী হবার ঘোষনা দেয়। এ সময় তিনি বলেন, উপজেলায় আওয়ামীলীগ ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হবার জন্য ইতিমধ্যে তিনি আওয়ামীলীগের হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছেন। দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে তিনিই উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এবং বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এর পর তিনি উপজেলার রহমতপুর, চাঁদপাশা ও বাবুগঞ্জ বন্দর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারনের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করেছেন।