তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদ উন্নয়নে দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা নিয়ে ষ্টেক হোল্ডারদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও হেলভেটাস সুইচ ইন্টার কো-অপারেশন এর আর্থিক সহায়তায় এবং সমতা নারী কল্যাণ সংস্থার স্থানীয় সুশাসন কর্মসূচির (শরিক) তত্¡বধানে ১২ ফেরুয়ারী বুধবার সকালে উপজেলা হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল হক মমিনের সভাপতিত্বে ও প্রভাষক মফিজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাজেদা ইয়াসমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইসচেয়ারম্যান আবদুর রহিম মোলা, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামানসহ উপজেলা প্রশাসনের সকল অফিসারবৃন্দ ছাড়াও স্থানীয় সাংবাদিকগণ। সভায় উপস্থিত অতিথিবৃন্দ পাঁচন্দর ইউনিয়ন পরিষদ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষে সুশাসন প্রতিষ্ঠান পরিকল্পনা মূলক সিদ্ধান্ত নেন।