ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট বাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় নিজাম উদ্দিন (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত নিজাম ভেলুমিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেলিমের ছেলে। রোববার সকাল ১০টায় ভোলা-ভেদুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক বশির (২৪) কে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে ব্যাংকের হাট বাজারের বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টেম্পুকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিজাম মারা যায়। অপরদিকে গুরুতর আহত মোটর সাইকেল চালককে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিমে পাঠানোর পরামর্শ দেন।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোবাশ্বের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।