তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে বেসরকারী সংস্থা ব্র্যাকের উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারী রবিবার বিকেলে উপজেলার কামারগাঁ ইউপি’র চকপ্রভু প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ব্র্যাকের গ্রাম দরিদ্র বিমোচন কমিটির সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর ব্র্যাক শাখা ম্যানেজার আহম্মদ আলী, ইউপি মেম্বার লুৎফর রহমান, ব্র্যাকের পিওএইচ কর্মকর্তা আঙ্গুরা বেগম প্রমুখ।