জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীর যুবদল নেতা সুজন (৩০) এর পায়ের রগ কেটে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। ২ ফেব্র“য়ারী রবিবার বিকালে সাড়ে ৫টার দিকে ওই ঘটনা ঘটে। আহত সুজন বাউসি বাজারের চাঁন খাঁর পূত্র বলে জানাগেছে।

জানা গেছে, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভাটারা ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে মটরসাইকেল শো ডাউনের সময় বাউসী বাজার থেকে যুবদল নেতা সুজনকে অপহরন করে। এসময় আরেক যুবদল নেতা টুটুলকে পিটিয়ে আতংক ছড়ায়। এরপর আওয়ামী সন্ত্রাসীরা সুজনকে ভাটারা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পশ্চিম পার্শ্বে মসজিদের সামনের রাস্তায় ফেলে পায়ের রগ কর্তন করে। সন্ত্রাসীরা উলাস করে চলে যায়। স্থানীয়রা সুজনকে প্রথমে জামালপুর পরে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করে।
ঘটনার ২/৩ মাস আগে সুজনের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টাসহ ভাটারা বাজারে তার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট করে ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল এহছান ঘটনা অস্বীকার করে পাল্টা পাল্টি হামলার কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম জানান- উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষ সমর্থনের অজুহাতে সুজনকে হতার চেষ্টা করেছে।
