মো. মহসিন মাতুব্বর, আমতলী (বরগুনা) : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ক্রয় করলেন বরগুনা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য মরহুম নিজাম উদ্দিন আহমেদ তালুকদারের সহধর্মনী আমতলী উপজেলা আওয়ামীলীগের সদস্য জাকিয়া নিজাম (এলিচ) দলের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন পত্র ক্রয় করে জমা দিয়েছেন বলে জানান তিনি।
তিনি দীর্ঘ দিন যাবত আমতলী উপজেলা আওযামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। জড়িত রয়েছেন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে। নারী উন্নয়ন ও অগ্রগতির জন্য নিরলস কাজ করছেন দীর্ঘ দিন ধরে। এবার তিনি নিজ জেলা বাসীর পাশে থেকে সুখ-দুঃখের অংশীদার হতে চান। নারী নেত্রী ও নারী সমাজের প্রতিনিধি হিসেবে সংরক্ষিত মহিলা আসনে জাকিয়া নিজাম (এলিচ) এবার দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।
মনোনয়ন পত্র জমা দানের পর তার প্রতিক্রিয়ায় জাকিয়া নিজাম (এলিচ) বলেন, আমি বরগুনার প্রান্তিক জনপদ দক্ষিণাঞ্চলের সন্তান সাবেক এমপিএ আলহাজ্ব মফিজ উদ্দিন তালুকদারের মেয়ে ও বরগুনা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য মরহুম নিজাম উদ্দিন আহমেদের স্ত্রী।
তিনি বলেন আমি জনগণের কল্যাণ ও মঙ্গলার্থে কাজ করে যেতে চাই। জননেত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক হয়ে জনগণের সেবা করতে চাই।