ads

মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০১৪ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠি-পিরোজপুর সংরক্ষিত মহিলা আসনে ৭ মনোনয়ন প্রত্যাশীর দৌড়ঝাপ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২১, ২০১৪ ২:৪৯ অপরাহ্ণ

jhalakati news 20 -01-14 -এইচ এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : ঝালকাঠি-পিরোজপুর সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন লাভের জন্য ঝালকাঠি জেলার ক্ষমতাসীন আওয়ামীলীগের ৭ জন প্রার্থী তৃনমূল থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দৌড়-ঝাপ ও লবিং অব্যাহত রেখেছেন। আওয়ামীলীগের মহিলা সংসদ সদস্য পদ প্রার্থীতা চুড়ান্তের পূর্ব নির্ধারিত দিন হওয়ায় মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ও তাদের সমর্থকরা ঢাকায় অবস্থান নিয়েছেন।

Shamol Bangla Ads

ঝালকাঠি জেলার সন্তান সংরক্ষিত মহিলা সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে কেশোয়ারা সুলতানা সালমা, শাহানাজ পারভিন ডলি, ইয়াসমিন রাব্বি পপি, আফরোজা আক্তার লাইজু ও শারমিন মৌসুমী কেকাসহ ৭ জন আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এদের মধ্যে কে হচ্ছেন আওয়ামীলীগের মনোনীত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য তাই নিয়ে জেলার রাজনীতি সচেতন মহল ও সাধারন মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। ঝালকাঠি জেলা থেকে এসব সংসদ সদস্য প্রার্থীরা তাদের পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক বৃত্তান্ত তুলে ধরে মনোনয়ন লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এরমধ্যে কেন্দ্রীয় যুবমহিলা লীগের সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগ ইডেন মহিলা বিশ্ববিদ্যালয়ের সদস্য ও রিয়াল ষ্টেট ব্যবসায়ী কেশোয়ারা সুলতানা সালমা মনোনয়নপত্র ক্রয় করেছে। মুক্তিযোদ্ধা সংসদের কাঠালিয়া উপজেলা কমান্ডার শাসসুল হক মৃধার মেয়ে, পিরোজপুর জেলার ভান্ডারিয়ার প্ত্রুবধূ ও মঠবাড়ীয়া উপজেলার নানা বাড়ী হওয়ায় সালমা ভালো অবস্থানে রয়েছেন। কেন্দ্রীয় রাজনীতিতে ত্যাগী নেত্রী সালমাকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদ মনোনয়ন দেয়ার জন্য ইতিমধ্যে পিরোজপুর জেলার ৬ টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকবৃন্দ রেজ্যুলেশন করে দলীয় সভানেত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে রাজাপুরের সন্তান কেন্দ্রীয় যুবমহিলা লীগের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় নেত্রী ইয়াসমিন রাব্বি পপি মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছেন। ঢাকা সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহানাজ পারভিন ডলি মনোনয়নের ক্ষেত্রে অন্যতম। সুপ্রীমকোর্টে আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে অন্যতম এ্যাড: ডলি রাজাপুর উপজেলা চেয়ারম্যানের শ্যালিকা ও প্রভাবশালী পরিবারের সন্তান হিসাবে মনোনয়নের মাঠে শক্তিশালী প্রার্থী। রাজাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্মআহবায়ক আফেরোজা আক্তার লাইজু মনোনয়ন লাভের জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। বরিশাল বিভাগীয় যুবমহিলা লীগের প্রতিষ্ঠাতা কমিটির সাধারন সম্পাদক ও বিএম কলেজ ছাত্রলীগের সক্রিয় নেতা শারমিন মৌসুমী কেকা ঝালকাঠি ও বরিশাল দুটি আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। বৈবাহিক সূত্রে বরিশালের বাসিন্ধা রাজপথের রাজনীতিতে সক্রিয় থাকায় মনোনয়ন পত্র কিনলেও ঝালকাঠির সন্তান হিসাবে এ আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন। আর জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রাজাপুরের সন্তান রিজিয়া সুলতানাও মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!