সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ পোলিও মুক্ত দেশ গড়ার লক্ষে ২১তম জাতীয় টিকা দিবস, হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে নীতিনির্ধরক ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক ওরিয়েন্টেশন ও প্রস্ততি সভা সোমবার সাপাহার উপজেলা স্বাস্থ্যকপ্লেক্্র হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বিভাষ চন্দ্র মানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে শতভাগ ভ্যকসিন প্রদান ও টিকা দান কর্মসুচী নিশ্চিত করনের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা। এসময় অন্যান্যদের মধ্যে এলাকার প্রবীন ব্যক্তি ও রাজনিতি বিদ আহাজ্ব ডঃ তাহের উদ্দীন আহম্মেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, অধ্যক্ষ আব্দুন নুর, সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান আলী মন্ডল, সাজেদুল আলম, আব্দুর রশিদ মহুরী, পরিসংখ্যান বিদ মোঃ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৫জানুয়ারী হতে ১৩ফেব্রুয়ারী সারা দেশ ব্যাপী ০৯মাস হতে ১৫বছরের কম বয়সী সকল শিশুকে ০১টি করে হাম-রুবেলা (এম আর) ভ্যাকসিন/টিকা দওয়া এবং ৫বছরের কম বয়সী সকল শিশুকে ২ফোটা করে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হবে বলে জানানো হয়।
