চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ ও শিবিরকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহতদের মধ্যে ৩ জন মারা গেছে। ওই ঘটনায় আহত হয়েছে অন্তত: শতাধিক। ১২ জানুয়ারী রবিবার ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার দুপুর থেকে শিবির নিয়ন্ত্রিত শাহ আমানত হলের সামনে ছাত্রলীগ কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হলের বাইরে অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে পাশের পাহাড় দিয়ে তারা হলের ভেতর ঢুকে পড়লে সংঘর্ষ শুরু হয়।