মেহের আমজাদ, মেহেরপুর : একদলীয় নির্বাচনের প্রতিবাদে অবরোধ কর্মসূচিতে নিহত ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের স্মরণে গায়েবানা জানাযা করেছে মেহেরপুর ১৮ দলীয় জোট। ২৯ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় মেহেরপুর টাউন হল প্রাঙ্গনে ওই জানাজা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম সহ জামায়াত ও ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা জানাজায় অংশ গ্রহন করেন।