শ্যামলবাংলা ডেস্ক : বিভিন্ন বেসরকারী টিভি চ্যানেলের প্রচারিত ২ মহাসচিবের বৈঠকের খবর ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৩ নভেম্বর শনিবার রাত সাড়ে ১২টার দিকে ওই দাবি করেন।
এর আগে শনিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসায় একান্ত বৈঠক করেছেন বলে বিভিন্ন অনলাইন ও টিভি চ্যানেলে খবর প্রচারিত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ফখরুল জানান, আমার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের সঙ্গে কোনো বৈঠক হয়নি। এর কিছুক্ষণ পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, কারও সাথে কোন সংলাপ হয়নি। বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই এ খবর প্রচার করেছে একটি কুচক্রী মহল।
