মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সবজান বিবি (৬০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। ২৪ নভেম্বর রবিবার সকাল ৯ টায় সিলেট মহাসড়কে নাদামপুর এলাকায় ওই ঘটনা ঘটে । সবজান বিবি মনুমুখ ইউনিয়নের আড়াইহাল গ্রামের বাসিন্দা ।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় সবজান বিবি নামে এক বৃদ্ধা রাস্তা পারাপারের সময় শেরপুর থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বিরতীহীন যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । তবে বাসটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করতে পারেনি ।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
