পৃথিবী যখনই প্রযুক্তির ধারায় উন্নতির শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ তখনই দাড়িয়েছে মাথা উঁচু করে। আর এই বাংলাদেশের অগ্রগতির সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস। আর এরই ধারাবাহিকতায় ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে বাংলাদেশ টেলিকমিউনিকশন রেগুলেটরি অথরিটি (বিটিআরসি), বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, মেডিটরিনো ডিএক্স ক্লাব ও বিএনএনআরসি এর সহযোগিতায় বাংলাদেশ স্কাউটস এর আইসিটি বিভাগ ও ফাউন্ডেশন ফর অ্যামেচার ইন্টারন্যাশনাল রেডিও সার্ভিস (ফেয়ারস) এর ব্যবস্থাপনায় ১ম ইন্টারন্যাশনাল অ্যামেচার রেডিও স্কাউট ক্যাম্প ২০১৩ অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, রাশিয়া, অষ্ট্রেলিয়া, আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশের ২৩ জন অ্যামেচার রেডিও অপারেটর (হ্যাম)সহ বাংলাদেশ স্কাউটস এর কর্মকর্তা ও রোভার স্কাউট লিডার, ইউনিট লিডার, রোভারসহ মোট ১৭ জন স্কাউটার সক্রিয় অংশগ্রহণ করেন। উক্ত ক্যাম্পে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (আইসিটি ) জনাব মোঃ আকতারুজ্জামান খান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২২ নভেম্বর ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশন ফর অ্যামেচার ইন্টারন্যাশনাল রেডিও সার্ভিস (ফেয়ারস)এর কর্মকর্তা এবং ডিএক্্র ফিডেশন এর সভাপতির হাতে বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে সকলের জন্য স্মারক উপহার তুলে দেন। বাংলাদেশের স্বনামধন্য অ্যামেচার রেডিও অপারেটরদের সহযোগিতায় উক্ত ক্যাম্পে বাংলাদেশের প্রশিক্ষণার্থীগণ অ্যামেচার রেডিও সম্পর্কে আধুনিক ধারণা ও অ্যামেচার রেডিও পরিচালনার জন্য হাতে কলমে প্রশিক্ষণ লাভ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)