চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবন্দরে মালবাহী ট্রেন থেকে মালামাল লুট করার সময় দৃর্বৃত্তদের সাথে বন্দরের নিরাপত্তাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। এসময় দৃর্বৃত্তরা বন্দরের নিরাপত্তাকর্মী নুরুজ্জামান (৩০) ও রুবেলকে (৩২) ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক ভাবে আহত করেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্ররণ আনতে দর্শনা বন্দর ৪/৫ রাউন্ড গুলি বর্ষণ করেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহন্পতিবার রাত ৯ টার দিকে। তাদেও ২ জনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দর্শনার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কতো বস্তা মাল দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে সাথে সাথে রেলের নিরাপত্তারক্ষীরা জানাতে না পারলেও লুট করে নিয়ে যাওয়া মালা মালের মধ্যে ৩ বস্তা বন্দরের পাশ্ববর্তী একটি ঝোড়ের (জঙ্গল) মধ্যে থেকে উদ্ধার করেছে।
দামুড়হুদা উপজেলার দর্শনা বন্দর রেল পুলিশের সহকারী উপ পরিদর্শক এ এস আই সোহাগ জানান, বৃহন্পতিবার রাত ৯ টার দিকে রেলবন্দরে রক্ষিত ভারত থেকে আমাদানী কৃত ভূষিমালের (পোল্টি খাবার) ৪৫৮৬০ নংওয়াগন ভেঙ্গে এলাকার ২৪/২৫ চিহৃত দুর্বৃত্ত মালামাল লুট করার সময় রেলওয়ে নিরাপত্তা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা নিরাপত্তা কর্মী নুরুজ্জামান ও রুবেলেেক ধারাল অন্ত্রদিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক ভাবে জখম করেছে। তবে নূরুজ্জামানের গলায় কোপ লাগায় তার অবস্থা আশংকা জনক। অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আমরা ৩/৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে দৃর্বৃত্তরা পালিয়ে যায়।
উল্লেখ্য গত ১৮ সভেম্বর সোমবার সন্ধা সাড়ে ৬ টার দিকে এই দুর্বৃত্তরা রেল বন্দরে হানা দিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। ওই সময় দুর্বৃত্তরা রেলের নিরাপত্তারক্ষী সাইফুলকে এলোপাতাড়ি কুপিয়ে তার ডান পায়ের রগ কেটে দেয়। সাইফুল বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।